সংস্কৃতি চর্চায় উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি হয়। মানুষ হয়ে উঠে আরো বেশি মানবিক। এরূপ মানুষই হয়ে থাকে নান্দনিকতার বোধি সম্পন্ন মানুষ। নান্দনিক রুচিশীল নাগরিক দেশ-জাতির জন্য সুদীর্ঘ এক সভ্যতা নির্মাণে অগ্রণী ভূমিকা রাখে।


All